বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

নারী শিক্ষায় অবদান রাখছে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ : এমপিওভুক্তি না হওয়াতে হতাশ



শর্মিলা সিনহা

২০০০ সালে প্রতিষ্ঠিত হয় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজটি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একমাত্র মহিলা কলেজটি এলাকার নারীশিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

নন-এমপিওভুক্ত কলেজটি থেকে ১৮ বছর ধরে অসংখ্য ছাত্রী ভালো ফল নিয়ে পাশ করে, আজ অনেকেই সরকারী ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, ব্যাংকার আরও নানা চাকরিতে কর্মরত। এখনও আমাদের অনেক ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে এবং ভালো রেজাল্ট করছে।

গড় পাশের হার ৭৫%, ৭০০-র অধিক ছাত্রী, ১৬ জন শিক্ষক সহ ২০ জনের অধিক কর্মচারী বিনা পারিশ্রমিকে ১৯ বছর শিক্ষাদানসহ নানা শ্রম দিয়ে আসছেন এ কলেজটিতে। বছরব্যাপী নানা সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আমরা উপজেলায় প্রথম, দ্বিতীয় স্হান নিয়েছি অনেকবার। শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষকসহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবারও যোগ্যতা অর্জন করেছি আমরা।

তবু অনলাইনে আবেদনের সবগুলো শর্ত খুব ভালোভাবে পূর্ণ করার পরও আজ ঘোষিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় নাম দেখতে না পেয়ে দুঃখে, হতাশায় আকুল কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষক কর্মচারী সবাই, বিস্মিত এলাকাবাসী।

আর কতদিন? আর কী করলে এ অভিশাপ থেকে মুক্তি আসবে?

এতগুলো বছরের এত মানুষের আত্মত্যাগের তবে কি কোনও মূল্যই নেই?

এবার কী করব আমরা?
কারও কাছে এ প্রশ্নের কোনও উত্তর আছে কি?
এই এলাকার নারীশিক্ষার উন্নয়নে এত বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাবার পর আজ দুঃসময়ে আমরা অভিভাবকমহল, সংবাদকর্মীদের একান্তভাবে পাশে চাই।

(ফেসইবুক থেকে নেয়া)