বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডীর মন্দিরে শুরু হয়ে গেছে আগাম দুর্গাপূজা



 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল

জগতের সকল অশুভ শক্তিকে দূর করে শুভ ও সুন্দরের বহি:প্রকাশ ঘঠাতে শারদীয় দুর্গা পূজার ৫ দিন আগেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মন্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার পূজা।
শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে অবস্থিত মঙ্গলচণ্ডীর মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও দেবী দুর্গার নয়টি রূপে দশ দিনব্যাপী এই নবদুর্গা পূজার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠা করা হয়েছে দেবীর পৃথক ৯টি রূপের মূর্তি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ পূজা শেষ হবে (৮ অক্টোবর) মঙ্গলবার দেবী বির্সজনার দিন। পূজা চলবে পুরো ১০ দিন।

সারাদেশে হাজার হাজার পূূজা মন্ডপে কারিগররা যেখানে ব্যস্ত মূর্তি তৈরির কাজে সেখানে দেশের এ মন্ডপে শুরু হয়ে গেছে পূর্জাচ্চনা। মুহিত হচ্ছে চার পাশ ঢাকের আওয়াজে। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলিও দিয়েছেন ভক্তরা।

শ্রীমঙ্গল ইছামতি চা বাগানে মঙ্গলচন্ডীর থলীতে পৌরানিক নিয়ম অনুযায়ী দেবী দুর্গার নয়টি রূপে নয়দিন ব্যাপী পূর্জাচ্চর্নার প্রথম দিনে রবিবার দেবীকে দেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়। এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধ মাতা, কাত্যায়নী, কালো রাত্রী, মহা গৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে।
পুরোহিত শিক্ষক দিপংকর ভট্রাচার্য বলেন, এ পূর্জাচ্চনা বয়ে আনবে সকল মানুষ ও জগতের শান্তি। অসুরদের দমন করে মা দুর্গা যেভাবে স্বর্গ রাজ্য জয় করেছিলেন ঠিক সেভাবে পৃথিবীর বর্তমান অশান্তি দূর করবেন এমনটাই আশা করেছেন পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক। এসময় পরিমল ভৌমিক আরো বলেন, এই দেবস্থলিটি শ্রীমঙ্গলের সর্বাধিক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। প্রায় ৫শত বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচন্ডীদেবীর থলি। অনেকে শ্রীমঙ্গল নামের উৎপত্তিও এই শ্রী শ্রী মঙ্গল চন্ডীর থলি থেকে হয়েছে বলে মত প্রকাশ করেন।

পূজা কমিটির সহ সভাপতি সুরঞ্জিত দাশ ও সাধারণ সম্পাদক দিলীপ দত্ত জানান, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে আমরা ৯বছর ধরে এখানে দেবীর নব রুপে পূজা করে আসছি। তবে এর স্থায়ী রুপ দিতে প্রয়োজন সরকারসহ দানশীলদের ব্যক্তিদের সহায়তা।