শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ১৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে




কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৪২টি সার্বজনীন পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী মাধ্যমে পুজা শুরু হবে এবং ৮ অক্টোবর মঙ্গলবার শুভ বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পুজা সমাপ্ত হবে। সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই শারদীয় পূজা। কমলগঞ্জ উপজেলার ১৪২টি পূজা মণ্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা নির্মাণের কাজ চলছে। উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথ জানান, প্রতিমা শিল্পীরা নিপুন মনে আন্তরিকভাবে প্রতিমা নির্মাণ করছেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ উপজেলার ১৪২টি মণ্ডপ ছাড়াও পারিবারিকভাবে ৯টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মৌলভীবাজার পুলিশ সুপার মো: ফারুক আহমদ পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেছেন।