শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মাদক বিরোধী শিশু সমাবেশ অনুষ্ঠিত



 কমলকুঁড়ি রিপোর্ট

Exif_JPEG_420

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।  ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে  রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ-পরিচালক মো: আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমদ, নুরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুহিবুর রহমান জালালী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য গণমাধ্যমকর্মী, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্টান শেষে অতিথিরা বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন।