বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে ৮ দাবী নিয়ে চা শ্রমিকদের কর্মবিরতি



 

লিটন গঞ্জু:

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের চা শ্রমিকরা ৮ টি দাবী দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করে ব্যবস্থাপকের অফিস  ঘেরাও করে।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  সকাল ৭ টা থেকে চা বাগানের সকল চা শ্রমিক ব্যবস্থাপকের অফিসের সামনে ঘেরাও করলে  খবর পেয়ে ৮নং মাধবপুর ইউপি  চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনাস্থলে যান।উপস্থিত  শ্রমিকরা বলেন, আমাদের দাবি আজ দীর্ঘ দিন যাবত , দুঃখের বিষয় হলো যে আজও দাবী পূরণ হয়নি।

দাবিগুলো হল (১) চা শ্রমিকদের অতিরিক্ত চা পাতা উত্তোলনে প্রতি কেজি ৫ টাকা হারে দেয়া হচ্ছে না (২) কীটনাশক ঔষুধ ছিটানো শ্রমিকদের পোষাক চোঁখের গ্লাস মাউস জুতা প্রদান  (৩) সেকশন চা শ্রমিক শ্রমিকদের পান করার জন্য বিশুদ্ধ পানির অভাব, (৪) চা শ্রমিকদের সন্তানদের দীর্ঘ বৎসর যাবত দৈনিক হাজিরাতে স্টাফ পদে কাজ করে আসছে তাদের পদ উন্নত করতে হবে, (৫) সর্দার মিস্ত্রি ড্রেসার এবং গেরেজে দৈনিক হাজিরা হতে মাসিক বেতন করা, (৬) চা শ্রমিকদের থাকার ঘরগুলো আধা কাঁচা এবং সম্পূর্ণ রুপে নতুন করে দেয়া, (৭) মাঠ ওয়ালের ঘরের টাকা প্রদান ও (৮) এমবিবিএস ডাক্তার নিয়োগ।

দাবীর প্রেক্ষিতে ব্যবস্থাপক ১০ দিনের সময় নিলে চা শ্রমিকরা ঘেরাও কর্মসুচি প্রত্যাহার করে নেয়।