বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগর চা বাগানে আদনারায়ন রাজভর শতজনকে রক্ত দান করে সেঞ্চুরী করলেন




কমলকুঁড়ি রিপোর্ট
মানুষ মানুষের জন্য। মানবতা বেঁচে আছে সততা ও একনিষ্ঠতার মধ্য দিয়ে। এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থ ভাবে মানুষের জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েও উপকার করে যায়। কখনো প্রচারে আসে না। এমনি এক ব্যক্তি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক আদনারায়ন রাজভর মিটকা (৫০)। এ পর্যন্ত তিনি ১০১ জন মূমূর্ষ রোগীকে ১ পাউন্ড করে পর্যায়ক্রমে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন।
আদনারায়ন রাজভর জানান, শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে রোগী এলে রক্তে প্রয়োজন হলে গ্র“প মিলিয়ে রক্ত দিয়ে থাকি। আমার রক্তের গ্র“প বি প্রজেটিভ। এ পর্যন্ত তিনি ১০১ জন রোগীকে ১ পাউন্ড করে রক্ত দিয়েছি। প্রথম যে দিন রক্ত দিয়েছি কোন সমস্যা হয়নি। হাসপাতাল শুরুর পর কেউ রক্ত দিতে চায় না, ভয় পেত, তখন আমি রক্ত দিয়েছি। আমি তিন মাস পার হবার আগেই রোগী খোঁজে বের করে রক্ত দেই। রক্ত না দিলে আমার শরীর সমস্যা করে। তিনি বলেন, কোন রোগীকে রক্ত দেয়ার পর ফলমূল খাবারের জন্য কিছু টাকা দিয়ে যান। আমার কোন ধরনের চাহিদা নেই। আমি যদি ৩ মাস অন্তর অন্তর রক্ত না দেই, তাহলে আমার শরীরে সমস্যা দেখা দেয়। অনেক সময় রোগীকে খোঁজে রক্ত দিয়ে থাকি। আদনারায়ন রাজভর সত্যি একজন মানব সেবক হিসেবে নীরবে মানুষের উপকার করে যাচ্ছেন।