শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে সিএনজি অটোরিক্সাচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি: আব্দুল গণি, সম্পাদক আইয়ুব আলী




কমলকুঁড়ি রিপোর্ট :
বিপুল উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনা শাখার সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিক্সা, মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চট্রগ্রামের নিবন্ধন ২৩৫৯ এর অন্তুর্ভুক্ত কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনা শাখা সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৩টি পদে প্রার্থী হয়েছেন ২৯ জন। মোট ২৩০ জন ভোটারের মধ্যে ২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুল গণি (দেয়ালঘড়ি) ১১৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো: আইয়ুব আলী (মই) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে৯মো: জমসেদ আলী (হাতপাখা) ১১৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো: ইসমাইল মিয়া (হরিণ) ১১০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো: সাজ্জাদ আলী (বাঘ) ১২৮ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে৮মো: জুয়েল আহমদ (কারগাড়ি) ১১৯ ভোট, অর্থ সম্পাদক পদে মো: সমুজ মিয়া (ফুটবল) ১৩৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মো: ছালেক আহমদ (কলস) ১০৬ ভোট, প্রচার সম্পাদক মো: আছকির মিয়া (জগ) ১০৯ ভোট, লাইন সম্পাদক মো: জাহাঙ্গীর মিয়া (ঘূড়ি) ৭৯ ভোট ও কার্যকরী সদস্য পদে মো: নাদিম আহমদ মাছুম (ফ্রিজ) ৯১ ভোট, মো: খুরশেদ মিয়া (কবুতর) ৯০ ভোট ও মো: বদরুল ইসলাম (কুড়াল) ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন আব্দুল মোহিত, মো: আইয়ুব আলী, হাফিজুল হক চৌধুরী স্বপন, আব্দুল গফুর ও ইয়াকুব আলী। প্রিজাইটিং অফিসার ছিলেন হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, পোলিং অফিসার ছিলেন সালাউদ্দিন তরফদার, বিপ্লব ভূষণ দাস ও সোয়েব আহমদ। ।