শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে কৃষিপণ্য বিপনন ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে কর্মশালা



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিপণ্য বিপনন ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে এ্যাসেম্বল সেন্টারের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় সিলেট অঞ্চল শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ বিপনন প্রকল্প, কৃষি বিপনন অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ।
সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তারের সভাপতিত্বে ও কৃষি বিপনন সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপ-সচিব ও প্রকল্প পরিচালক বেগম শাহনাজ নীনা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি বিপনন অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন, মাঠ কর্মকর্তা মাসুম বিল্লাহ, কৃষক খায়রুল ইসলাম ও রিয়াজ মিয়া।