বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

৪৭ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের প্রশস্থতায় উন্নীতকরণ কাজের শুভ উদ্বোধন



কমলকুঁড়ি রিপোর্ট
Pic-Kamalgonj 2
জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ সিলেট জোন শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভীবাজারের শমশেরনগর-শ্রীমঙ্গল ২০ কি.মি. ৮০০ মিটার প্রধান সড়কের মজবুতিকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ)  বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সংলগ্ন মাঠে এর শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পার্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সড়ক বিভাগ, মৌলভীবাজার এর বাস্তবায়নে ৪৭ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপলক্ষ সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো: আব্দুল গফুর,  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা এবিএম আরিফুজ্জামান অপু প্রমুখ। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী লুৎফুর রহমান, উপ সহকারী প্রকৌশলী দুলাল মিয়া, ঠিকাদার আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, স্থানীয় আওয়ামীলীগ নেতা রতন বর্ম্মাসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা সড়ক জনপথ সূত্রে জানা যায়, শমশেরনগর থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ২০ দশমিক ৮০০ মিটার সড়কে বড় ধরণের উন্নয়নে প্রাক্ষলণ ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। পুরো কাজটি শেষ হয়ে সময় লাগবে ১৮ মাস।