বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে নানা আয়োজনে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Pic 1

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে নানা আয়োজনে পঞ্চম বইমেলা-২০১৯ সম্পন্ন হয়েছে। বইমেলাটি বিশিষ্ট লোক গবেষক প্রয়াত মাহফুজুর রহমান এর নামে উৎসর্গ করা হয়েছে। “এসো বই পড়ি, আলোকিত হইান” এ শ্লোগানে ঋদ্ধ হয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার শমশেরনগর সাহিত্যাঙ্গন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে শমশেরনগর নগর বইমেলা ২০১৯। মেলা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত চলে। বইমেলায় মোট দশটি স্টল অংশগ্রহণ করে। বইমেলায় ছড়া, কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে অমর একুশে বন্দনার পাশাপাশি প্রতীকী ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়। বিকাল ৩টায় শমশেরনগর সাহিত্যাঙ্গন এর সমন্বয়কারী কবি প্রভাষক শাহাজান মানিকের সঞ্চালনায় নয়ন লাল দেব এর প্রকাশিত “রৌদ্রে খেলে ভালোবাসা” বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক-গবেষক অধ্যক্ষ রসময় মোহান্ত ও কবিতাপত্র ‘নোঙর’ বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন। এ সময় শমশেরনগর বই মেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মো: শওকত আলী জুয়েল, কবি শহীদ সাগ্নিক,  রূপক মোহিন, ইউসুফ আলী, চা মজদুর সম্পাদক সীতারাম বীন, আলমগীর শাওন, ম. এুমিনুর রহমান, প্রদীপ রায় হৃদয়, সাকিব নুরুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় মাহমুদ সেলিমের রচনা ও নির্দেশনায় গীতি আলেখ্য: “ইতিহাস কথা কও” (খন্ডাংশ) পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার জেলা সংসদের শিল্পীরা।
সবশেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার পরিসমাপ্তি ঘটে।