শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাব্বির এলাহীর মতবিনিময়



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj pic-1
আসন্ন উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সম্ভাব্য ভাইস চেয়াম্যান প্রার্থী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শাব্বির এলাহী কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। রোববার বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আসন্ন উপজেলা নির্বাচনে কমলগঞ্জ উপজেলার সম্ভাব্য ভাইস চেয়াম্যান প্রার্থী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শাব্বির এলাহী বলেন, আমি আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এম, এ, সবুরের পূত্র এবং ভাষাসৈনিক জননেতা মো: ইলিয়াস এমপি’র ভাগিনা। শাব্বির এলাহী বলেন, আমি তাদের উত্তরসূরী হিসেবে কমলগঞ্জ উপজেলার সুষম উন্নয়নে কাজ করার প্রত্যাশা নিয়ে আগামী দিনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। আমি গত ২০০৯ ইং সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। আপনাদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এ জনপদের মানুষের কল্যাণে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো। হতদরিদ্র শিক্ষার্থীদের সাহায্যার্থে শিক্ষা সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নিবো। পাশাপাশি আপনার পরিবারের একজন হয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবো এত সকলের সার্বিক সহযোগীতা চাই। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেব নাথ, সাংবাদিক শাহীন আহমেদ, আর কে সুমেন, আসহাবুর ইসলাম শাওন, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, নির্মল এ পলাশ, হিফুজুর রহমান তুহিন, মোনায়েম খান, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র সিংহ প্রমুখ।