বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চা বাগানের মানুষ বলে ——



।। মোঃ জুয়েল আহমদ।। 

FB_IMG_1548567347541

শুধুমাত্র চা বাগানের ভোটের মাধ্যমে কমলগঞ্জ উপজেলায় জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে (৩টি ইউনিয়ন বাদে) আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জয়লাভ করে থাকেন। ভোটের সময় চা বাগানের মানুষকে আমরা কত ধরনের উপাধি দিয়ে থাকি। অথচ চা বাগানের কোন মানুষ যদি ছোট খাট কোন পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে তাহলে তা আমরা মেনে নিতে পারি না, আমরা যারা ভোটের সময় চা বাগানের মানুষকে বাবা মা, কাকা কাকি, দাদা দিদি বলে জড়িয়ে ধরি, নিজের আপনজন বলি, সেই আপনজনের কেউ যদি উপজেলা বা ইউনিয়ন নির্বাচন করতে চায় তাহলে আমরা বলি বাগানি বেটার সাহস দেখছনি, হায়রে নোংরা মানষিকতা, নিজের সার্থের জন্য বাবা, স্বার্থ শেষ হয়ে গেলে বাবা হয়ে যায় বাগানি কুলি। পরিবর্তন করুন নিজের চিন্তা ভাবনার নয়ত যাদের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন সেই চা বাগানের সহজ সরল মানুষগুলি যদি বুঝতে পারে আমাদের নোংরা মনের খবর তাহলে ভিক্ষা হিসেবেও চা বাগানের মানুষের ভোট আমাদের ভাগ্যে জোটবে না।চা বাগানের মানুষ আছে বলেই আমার মত অনেকই বড় বড় স্বপ্ন দেখি, আসুন যাদেরকে পুঁজি মনে করে নিজে স্বপ্ন দেখি তাদের ছোট খাটো শপ্ন গুলি বাস্তবায়ন করতে তাদের পাশে দাঁড়াই,সারা জীবন চা বাগানের মানুষ দিয়ে গেল, একবার না হয় আমরা তাদের কিছু দেই।

লেখকঃ চেয়ারম্যান, ৪নং শমশেরনগর ইউপি।

(ফেসবুক থেকে নেয়া)