বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন কমলগঞ্জের রুমানা আক্তার রুবি



 কমলকুঁড়ি রিপোর্ট

rubi-2-640x330

কমলগঞ্জ উপজেলার গোপালনগর পৌর এলাকার বাসিন্দা পুলিশ বাহিনীর সদস্য এস আই মোহাম্মদ আবদুল মান্নান এর কন্যা রুমানা আক্তার রুবি  সমাজ উন্নয়নে  বিশেষ ভূমিকা রাখায় এবছর শুধু কমলগঞ্জেই নয় জেলা পর্যায়েও জয়িতা নির্বাচিত হয়েছেন।মৌলভীবাজার সরকারি কলেজ মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ পর্বের ছাত্রী । ২ভাই ১বোন মধ্যে রুমানা সবার বড়।ছোট বেলা থেকেই রোমানা ঝোক ছিল বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাছে নিজেকে সম্পৃক্ত রাখার।তারই ধারাবাহিকতা লেখাপড়ার পাশাপাশি আজও তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন সমাজের দুঃস্থ, আসহায় ও বঞ্চিত মানুষের কল্যানে ।বিশেষ করে বিগত দিনগুলোতে মৌলভীবাজার রেড ক্রিসেন্টের একজন যুবসদস্য হিসাবে  বন্যাকবলিত এলাকায় ছুটে গেছেন দুর্গত মানুষের সাহায্যের জন্য । রেড ক্রিসেন্ট ছাড়াও তিনি আরও বিভিন্ন সামাজিক সংগঠনের সাখে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তিনি অনলাইনে বিভিন্ন এলাকার দুস্থ মানুষের জন্য রক্ত সংগ্রহ করেছেন। এছাড়াও মৌলভীবাজার সরকারী কলেজের একজন রোভার ম্যাট, সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ এর কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা এবং সাতরং ট্রেনিং সেন্টারেরও একজন ট্রেইনার।তিনি তার এই সমাজকল্যনমূলক বিভিন্ন কর্মের স্বীকৃতিও পেয়েছেন। এবছর জয়িতা অন্নেষণে উঠে এসেছে তার নাম। গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০১৮ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্টানে তার হাতে আনুষ্টানিকভাবে তুলে দেওয়া হয় জয়িতা‘র সন্মাননা স্বারক। একই তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসনও আনুষ্টানিক ভাবে তার হাতে তুলে দেয় জেলা পর্যায়ে জয়িতা হওয়ার সন্মাননা সনদ।এব্যাপারে সাংবাদিকদের সাথে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রোমানা বলেন, আমার জীবনের শ্রেষ্ট উপহার আমি পেয়েছি । আমার মত একজন নগন্য মানুষের পক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা হওয়ার সুযোগ কখনোই হতোনা যদি আমার প্রতিটি সংগঠন  পাশে না থাকতো ।যাদের উৎসাহ ও প্রেরণা আজ আমাকে এই পর্যায়ে টেনে এনেছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ ।এই প্রাপ্তি শুধু আমার একার নয় গোটা কমলগঞ্জ বাসীর।জয়িতা হয়ে  এখন আমি আমার কাজে আরও উৎসাহিত হয়েছি।

তিনি বলেন, সরকারের একার পক্ষে একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমাজের দুঃস্থ পীড়িত, অসহায়, দূর্দশাগ্রস্থ মানুষের কল্যানে আমরা যে যে আবস্থানে আছি সেখান থেকে সাধ্যমত সহযোগীতায় এগিয়ে আসা প্রয়োজন।