বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত



Pic-1
 কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা  পরিষদের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো: আরিফুর রহমান, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় এবং উপজেলার সরকারি-বেসরকারি চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ভোক্তা অধিকার বিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানানোর জন্য সহকারী পরিচালক সকলকে অনুরোধ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে  ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ জানান। সেমিনারের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ  জানান।