শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ : মৌলভীবাজার-৪ আসনের মহাজোট প্রার্থীর গণসংযোগ



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Pic 11
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বুধবার সকাল থেকে দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীর পার বাজার, নয়াবাজার, শ্রীরামপুর, শহীদনগর বাজার, শ্রীসুর্য্য রথের টিলা, আলীনগর চা বাগান ও শমশেরনগর চা বাগান এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগদান করেন। রাতে তিনি শমশেরনগর বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ শেষে শমশেরনগর রেলস্টেশন সংলগ্ন মাঠে নির্বাচনী পথসভায় যোগদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Kamalgonj Pic 12
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান করেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: দুরুদ আলীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো: আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জাতীয় পার্টিও বিপুল সংখ্যক নেতাকর্মী মহাজোট প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে পৌর ভবনে মহাজোট প্রার্থী কমলগঞ্জ উপজেলার ইমাম-মোয়াজ্জ্বেনদের সাথে একটি মতবিনিময় সভায় যোগদান করেন। এসব অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। পুনরায় আওয়ামীলীগ বিজয়ী হলে গ্রাম হবে শহর। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।