বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে শুকুর মারার বৈদ্যুতিক ফাঁদে লেগে গৃহবধুর মৃত্যু



কমলকুঁড়ি রিপোর্ট

30

মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্য শুকুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে লেগে মোছাম্মত রুশনা বেগম নামে এক গৃহবধুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার রাতে সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রুশনা ভেড়াছড়া গ্রামের ডুবাই প্রবাসী রমজান আলীর স্ত্রী।
জানা গেছে, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের ডুবাই প্রবাসী রমজান আলীর কৃষি জমি বর্গা নিয়ে ধান রোপন করেন একই গ্রামের মৃত সফর উল্ল্যার ছেলে সুমন মিয়া। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার সমতল ভুমির ওই ফসলি জমি নষ্ট করছিল কালাছড়া বনের বন্য শুকুর। বন্য শকুরের হাত থেকে ফসলি ক্ষেত রক্ষায় শুকুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদ বসানো হয়। ২৩ নভেম্বর শুক্রবার রাত ৮টায় শুকুর তাড়ানোর ওই বৈদ্যুতিক ফাঁদের পাশ থেকে গৃহপালিত হাঁস আনতে যান গৃহবধু রুশনা। এ সময় বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন,নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।