বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে “বীর মুক্তিযোদ্ধা গোলাম নেছার চৌধুরী” স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন



Pic- Bodrul
কমলকুঁড়ি রিপোর্ট
“চোখের চিকিৎসা নিন দৃষ্টি বাঁচান, সৃষ্টির সৌন্দর্য্য, বাদ যাবে না দৃষ্টির জন্য” এই শ্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে “বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম নেছার চৌধুরী” (সাবেক চেয়ারম্যান ১নং রহিমপুর ইউপি) স্মরণে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুলাউড়া চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে রবিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাছিদের সভাপতিত্বে ও ডা.বুরহান উদ্দিন খয়রুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্ষু চিকিৎসক ডা. আরিফ হাছান, ডা. গোবিন্দ দাস, ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির, প্রধান শিক্ষক পংকজ ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা কাউন্সিল রহিমপুর ইউনিয়ন শাখার আহবায়ক মাহবুব চৌধুরী, তাসলিম চৌধুরী সেতু প্রমুখ।
অনুষ্ঠানে ১৬৫ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং বাছাইকৃত দরিদ্র ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।