বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আদমপুরে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Pic--01
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মণিপুরী প্রাথমিক বৃত্তি প্রদান বুধবার (২৪ অক্টোবর) দুপুরে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন।
মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুঞ্জ রানী সিন্হার সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন, কবি, ও গবেষক এ কে শেরাম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল মতিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, উদীচী কমলগঞ্জ উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য কে মনীন্দ্র সিংহ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, ভান্ডারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ:দা:) শোভা রানী সিন্হা প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির ৩৬ জন শিক্ষার্থী মণিপুরী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ,১০ জন মেধাস্থান অধিকারীদের বৃত্তি এবং বাকী ২৬ জনকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে চলতি দায়িত্ব প্রাপ্ত দুইজন প্রধান শিক্ষক ও একজন গর্বিত মাকে সম্মাননা প্রদান করা হয়।