বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব (১৭) শ্রীমঙ্গল উপজেলা চ্যাম্পিয়ন



ঝলক দত্ত

42474032_2189371291341240_2358185844369522688_n

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৭) জেলা পর্যায়ে ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা ট্রাইবেকারে ৪-২ গোলে কমলগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে অমিমাংশিত ভাবে শেষ হয়।

খেলাটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলার অভিজ্ঞ রেফারি মোঃ মাহমুদুর রহমান, ওয়াহিদুজ্জামান দুলাল, মোঃ ফখরুল ইসলাম ও মুসা। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার রুনি হায়দার শ্রেষ্ঠ খেলোয়াড় ও কমলগঞ্জ উপজেলার একজন খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ও শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল আহমদ ও অতিথিরা।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক সচিব হাসান আহমেদ সারোয়ার, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংঘটনিক সম্পাদক মনসুর ইকবাল। সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, সাবেক ফুটবলার পিযুস দত্ত, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা রেফারি সমিতির সভাপতি কবির উদ্দিন সুইট, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, কামরুল হাসান দুলন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংঘটনিক সম্পাদক আবুতালেব বাদশা, শ্রীমঙ্গল পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহীন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শের জাহান সেজু, মোঃ মিজানুর রহমান, এমাদুর রহমান, শ্রীমঙ্গলের ক্রিকেট কোচ তাপস দত্ত, গোলাম মোস্তফা।