বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত



কমলকুঁড়ি রিপোর্ট
Md Jwel Ahmed

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ জাতীয় শিক্ষাপদক ২০১৮-তে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। গত সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মীসহ ৭টি বিভাগের শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মো:  মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় অপরাপর পদে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তারা হলেন- শ্রেষ্ঠ এসএমসি তেতইগাঁও  সরকারি প্রাথমিক বিদ্যালয় (সভাপতি- ভূবন মোহন সিংহ), শ্রেষ্ঠ শিক্ষক- মো: সালাহ  উদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক, মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষিকা-সালেহা মাহমুদ (প্রধান শিক্ষিকা, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক- বিপ্লবী রানী দে (প্রধান শিক্ষক, পতনঊষার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ বিদ্যালয়- কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঝড়েপড়া রোধে শ্রেষ্ঠ বিদ্যালয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।