শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

Pic-Rpur
“ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৮ শুক্রবার দুপুরে ভানুগাছ সার্বজনীন দুর্গাবাড়ীতে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি নিহারেন্দু ভট্টাচা র্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরি ষদ কেন্দ্রীয় কমিটির সভা পতিমন্ডলীর সদস্য রনধীর কুমার দেব। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রণয় দত্ত ও যুগ্ম সম্পাদক কালীপদ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড, মাখন লাল দাস, মুখ্য আলোচক ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশু রঞ্জন দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, কমলগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, ভানু গাছ বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: সানো য়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কমল গঞ্জ উপজেলা শাখার প্রেডি য়াম সদস্য জিডিশন প্রধান সূচিয়াং। সম্পাদকীয় প্রতি বেদন পাঠ করেন ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাননজ্ঞ কাজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে ২য় অধিবেশনে কমিটি গঠন করা হয়। প্রণয় দত্তকে সভাপতি, সভাপতিমন্ডলীর সদস্য জিডিশন প্রধান সূচিয়াং, সত্যেন্দ্র কুমার পাল (নান্টু), কৃষ্ণ কুমার সিংহ, রামভজন কৈরী। সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, যুগ্ম সম্পাদক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, সীতারাম বীন, অনিমেষ পাল লিটন ও প্রমোদ চন্দ্র দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পরবর্তীতে আলোচনাক্রমে পূর্ণাঙ্গ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।