শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে এনটিসির চার বাগানে চা শ্রমিকের ৩ ঘন্টার কর্মবিরতি



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Tea Garden Strike Pic
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর মালিকানাধীন ৪টি চা বাগানে শ্রমিকরা ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর বারটা পর্যন্ত তিন সহ¯্রাধিক চা শ্রমিক পাত্রখোলা, কুরমা ও চাম্পারায় চা বাগান ও দুটি ফাঁড়ি চা বাগানে  কর্মবিরতি পালন করা হয়।
চা শ্রমিকরা জানান, নির্ধারিত দৈনিক ২৩ কেজি চা পাতা উত্তোলনের পর অতিরিক্ত চা পাতা উত্তোলনে কেজি প্রতি শ্রমিকদের অতিরিক্ত ৩ টাকা হারে মজুরি প্রদান করা হয়। অতিরিক্ত চা পাতা উত্তোলনে কেজি প্রতি ৪ টাকা হারে মজুরি দেওয়ার দাবি জানান। এই দাবিতে পাত্রখোলা, কুরমা ও চাম্পারায় চা বাগানের ফাঁড়ি বাঘাছড়া ও কুরঞ্জি চা বাগানে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
নারী শ্রমিকরা বাগানের অফিসের প্রধান ফটক এলাকায় অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে। পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি দেবাশিষ চক্রবর্তী, কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী জানান, এ অঞ্চলে একজন নারী চা শ্রমিককে প্রতিদিন কমপক্ষে ২৩ কেজি কাঁচা চা পাতা উত্তোলন করতে হয়। এজন্য দৈনিক মজুরি হচ্ছে ১০২ টাকা। আর ২৩ কেজির অতিরিক্ত প্রতি কেজি চা পাতার জন্য তিন টাকা করে মজুরি দেওয়া হতো। অতিরিক্ত প্রতি কেজি চা পাতার জন্য আইনে দ্বিগুন মজুরি দেওয়ার কথা। সেই মজুরি না পাওয়ায় ৪ টাকা করে প্রদানের দাবি জানানো হয়েছে। পরে ডিজিএমসহ চা বাগানের ব্যবস্থাপকরা বাড়তি প্রতি কেজি চা পাতা উত্তোলনে ৩টাকা ৯০ পয়সা প্রদানের আশ্বাস প্রদান করলে দুপুর ১২টা কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকরা।
এনটিসি’র ডিজিএম মাহমুদ হাসানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবস্থাপক বলেন, শ্রমিকদের এক টাকা দাবির প্রেক্ষিতে নব্বই পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। পরে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।