বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আন্তর্জাতিক নদী দিবস পালিত



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Pic-1
‘নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীকে কেন্দ্র করে আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। দিবসে ধলাই নদীর চরম দুরবস্থার কথা তোলে ধরা হয়। রোববার বেলা ১১টায় র‌্যালী শেষে কমলগঞ্জ সরকারি মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা, সিলেট অফিসের আয়োজনে হিসাব রক্ষক মো. আজাদ এর সঞ্চালনায় কমলগঞ্জ সরকারি মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলা এর সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দীন আহমদ, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ। ভারত থেকে বেরিয়ে আসা আঁকা-বাঁকা ধলাই নদীর পূর্বের ও বর্তমান চিত্র নিয়ে অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মুখে তুলে ধরা হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে পলি বালি উত্তোলনের ফলে নদীর ক্ষতি বয়ে আনছে। তাছাড়া দুষন, দখল ও নানা অপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে নদীর তলদেশ ভরাট হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছে নদী।