মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আল আমানা ফাউন্ডেশন ইউ,কের অর্থায়নে কমলগঞ্জে ৪টি দরিদ্র পরিবারের বাড়ি নির্মাণের চাবি হস্তান্তর ও একজন পঙ্গু লোককে হুইল চেয়ার বিতরণ



কমলকুঁড়ি রিপোর্ট
22আল আমানা ফাউন্ডেশন ইউ,কের অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বন্যা পরবর্তী পুণর্বাসনের অংশ হিসাবে ৪টি হতদরিদ্র পরিবারকে বাড়ি নির্মাণের চাবি হস্তান্তর ও একজন হতদরিদ্র পঙ্গু ব্যক্তিকে ডিজেবুল হুইল চেয়ার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
আব্দুন নুর-নূরজাজান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও আল আমানা ফাউন্ডেশন ইউ,কের সদস্য নাজমুল ইসলাম ইমনের সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।
33আলোচনা সভা শেষে আল আমানা ফাউন্ডেশন ইউ,কের অর্থায়নে নির্মিত বাড়ির মালিক পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আবুল মিয়া, সামছু মিয়া, মখলিছ মিয়া ও সানোয়ার মিয়াকে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং একই ইউনিয়নের শ্রীসূর্য্য-নোয়াগাঁও এলাকার হতদরিদ্র পুঙ্গ  হারুন মিয়াকে একটি ডিজেবুল হুইল চেয়ার হস্তান্তর করেন অতিথিবৃন্দ। এ সময় আল আমানা ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিধি জনাব রিপন ইসলাম ময়নুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীতরঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, পতনঊষার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো: আং কুদ্দুছ, ৪নং ওয়ার্ড সদস্য সায়েক আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ জয়, বেলাল তরফদার, প্রবাসী কল্যাণ পরিষদ মিডিলিষ্টের সভাপতি জাহাঙ্গীর আলম, জয় বাংলা পরিষদের সভাপতি মিজান আনসারী, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ইমন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ রাজ, ছামিউল আলম ছালেক, তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।