বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন



মশাহিদ আহমদ, মৌলভীবাজার:

ret-2

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথভাবে আয়োজনে সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবীতে গণস্বাক্ষর অভিযান শহরের রেস্ট ইন হোটেলে শুরু হয়েছে আজ ২৯ আগষ্ট সকালে। প্রধান অতিথি হিসাবে গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান।

বিশিষ্ট সমাজসেবক ডাঃ ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, শেখ বুরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব ও যুব সংস্থা প্রতিষ্টাতা সভাপতি আলিম উদ্দিন হালিম এর যৌত সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফলজলুল আলী, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বৃটেন প্রবাসী আব্দুল মালিক, বৃটেন প্রবাসী (কাউন্সিলর) মরতুজা আহমদ, বৃটেন প্রবাসী ও গ্রুপের সদস্য কামরুজ্জামান, নাজিরাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রবাসী সাংবাদিক মোস্তাক আহমদ অপু, জেলা পরিষদের সদস্য জেরিন আক্তার।

বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দা সানজিদা শারমিন ৮নং কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান সুমন, ১১নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মিডিয়া সমন্বয়ক শাহজান মিয়া, জালাল উদ্দিন, মাহমুদুর রহমান, নিখিল তালুকদার, রুহেল আহমদ, এমএ সামাদ, জুয়েল আহমদ, মুজাহিদ, তাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মাহফুজ শাকিল, কুতুব উদ্দিন সুহেল প্রমুখ। গণস্বাক্ষর অভিযানে অংশ নিতে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ এর প্রধান উপদেষ্টা ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই ও এডমিন মোহাম্মদ মকিস মনসুর, প্রবাসী কমিউনিটি লিডার আব্দুর রউফ তালুকদার, আব্দুল মালিক, কামরুজ্জামান খান ও নজরুল ইসলাম আকিবের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভীবাজারের ৫০ জন প্রবাসী প্রতিনিধি দল বাংলাদেশ এসে অনুষ্ঠানে অংশ নেন।

এ কর্মসূচির মিডিয়া সমন্বয়ক শাহজান মিয়া জানান , ‘মৌলভীবাজারের ২৫ লাখ মানুষ বছরের পর বছর একটি মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছে। দেশ-বিদেশে সভা সেমিনার করছে। সরকারের ঘোষণা রয়েছে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে, কিন্তু তার কোনো বাস্তবায়ন মৌলভীবাজারবাসী দেখছে না। তাই আমরা আমাদের দাবির পক্ষে জনসম্পৃক্ততা প্রমাণে মাসব্যাপী জেলাজুড়ে গণস্বাক্ষর কর্মসূচি উদ্যোগ হাতে নিয়েছি। বক্তারা বলেন- মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘সরকারি মেডিকেল কলেজ। জেলার ২৫ লক্ষ মানুষ বছরের পর বছর একটি মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছে। দেশ বিদেশে সভা সেমিনার করছে। আমাদের এ ন্যায্য দাবী না মানলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণঅনশন কর্মর্সূচিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হবে।