বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে চর্চা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বর্ষার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

pic-1

 কমলগঞ্জে মাধবপুর লেকে চা – বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশে শুক্রবার (১০ আগষ্ট) বিকেলে চর্চা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি সাংবাদিক নির্মল এস পলাশ এর সভাপতিত্বে ও খান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রকৃতির রানী বর্ষাকে কবিতায় প্রকাশের মাধ্যমে অনুষ্ঠিত হয় বর্ষার কবিতা পাঠের আসর । চর্চা – সভাপতি তার অনুভুতি প্রকাশে বলেন চার্চা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কমলগঞ্জে নবীব লেখক সৃষ্টি ও কবিতা লেখা ও পাঠের জন্য চর্চা করে করছে এবং কবিতার সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক জন্য ভিন্ন, ভিন্ন প্রকৃতিক স্থানে কবিতা পাঠের আসর আয়োজন করে থাকেন । উক্ত কবিতা পাঠের আসরে উপস্থিত হয়ে কবিতা আবৃত্তি করেন সিলেট থেকে আগত কবি সায়েম আহমদ , মৌলবীবাজার থেকে কবি পলাশ দেবনাথ, কুলাউড়া থেকে কবি জিয়াউল হক জিয়া এছাড়াও কমলগঞ্জের কবিতা প্রেমী লেখক চার্চার সাধারণ সম্পাদক কবি রফিকুল ইসলাম জসিম, ও সাংবাদিক মুনায়েম খান, কবি খান মোঃ হোসেন, বদরুল জামান, আমিনুল ইসালাম সুমেল, ,লুৎফুর রহমান সুমু, কামরুল ইসলাম , হারুনুর রশীদ । কবি ও লেখকদের আবৃত্তিতে ফুটে উঠে বাংলার বর্ষার রূপ সুন্দর্য ।