বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

‘সড়কে কোনো ধরণের বিশৃঙ্খলা আর বরদাশত করা হবে না’



ডেস্ক রিপোর্ট

1533987437

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, সড়কে কোনো ধরণের বিশৃঙ্খলা আর বরদাশত করা হবে না। যিনি ট্রাফিক আইন লঙ্ঘন করবেন তার বিরুদ্ধে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ট্রাফিক আইন প্রয়োগ করবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। আজ শনিবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়কে ট্রাফিক আইন আরো জোরদার করার লক্ষে ট্রাফিক সপ্তাহ ৩ দিন বাড়ানোর কথাও জানান ডিএমপি কমিশনার।   আসাদুজ্জামান মিয়া বলেন, কিভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনে অনুপ্রবেশ করিয়ে ধংসাত্মক পরিবেশ তৈরি করা হবে, সেসব তথাকথিত দায়িত্বশীল নেতার অডিওতে বিষয়গুলো উঠে এসেছে। অনেককেই আমরা চিহ্নিত করেছি। যারা প্রপাগান্ডা ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে এবং আগামীতেও যেন এমন সুযোগ না নিতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।   ডিএমপি কমিশনার বলেন, ছাত্রদের ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ২০১৩ সালের ঘটনা ২০১৪ সালের দেশজুড়ে জ্বালাও-পোড়াও সব একই সূত্রে গাঁথা।   তিনি বলেন, আন্দোলনের দুইদিন ছিলো ছাত্রদের, তারপর একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বিভিন্ন সময় আক্রমণ করেছে। তারা রাজারবাগ পুলিশ লাইন্স, মিরপুর পুলিশ লাইন্স, কাফরুল থানায় হামলা করেছে। যা কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না।    আসাদুজ্জামান মিয়া বলেন, মালিকদের চিন্তা করতে হবে, যে আমি ফিটনেস বিহীন গাড়ি কেন রাস্তায় নামাবো? বৈধ লাইসেন্স ছাড়া কেন আমি একটা ড্রাইভারকে ড্রাইভিং করতে দেব? একটা কোন না কোন পর্যায়ে তো আমাদের ব্রেকথ্রু আনতে হবে। কোন না কোন পর্যায় থেকে আমাদের এটা শুরু করতে হবে।   তিনি আরও বলেন, আমি মনে করি, এখন আমাদের আইন প্রয়গ করতে হবে, এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি এক্ষেত্রে সকলের সহযগিতা বিনীতভাবে কামনা করছি।  গত ৫ আগস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ। ‘ট্রাফিক আইন মেনে চলুন’, ‘ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন’, ‘ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ ইত্যাদি স্লোগানে ঢাকাসহ সারাদেশে চলছে ট্রাফিক সপ্তাহ ২০১৮।