মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে লাউয়াছড়ায় রেলপথে গাছ পড়ে : শনিবার রাতে সিলেটের সাথে সারাদেশের ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ



কমলকুঁড়ি রিপোর্ট
শনিবার দিবাগত রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের উপরে গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত ১২টা থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হওয়ার গাছ সরিয়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।
রেলপথে পড়ে থাকা একটি গাছের সাথে আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কার কারণে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পরে উদ্ধারকারী ট্রেন আসার পূর্ব পর্যন্ত ট্রেনের সহ¯্রাধিক যাত্রী ৩ ঘন্টা সময়ে চরম দুর্ভোগে পড়েন। ট্রেনের যাত্রী ও শমশেরনগর রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, চট্রগ্রামগামী ৭২৪ নম্বর ডাউন উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে আসার পর ভানুগাছ ষ্টেশন অতিক্রম করে লাউয়াছড়া বনের ভিতরে ২৭৫/২ কিলোমিটার পিলার (খুঁটির) অতিক্রমের সময় বাঁক এলাকায় রেলপথের উপর পড়ে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনটি আটকে যায়। বনের ভিতরে হঠাৎ ট্রেনটি প্রচন্ড শব্দে আটকে পড়ে। এ সময়ে যাত্রীরা  নিচে নেমে দেখতে পান একটি গাছ ট্রেনের ইঞ্জিনের সামনে পড়ে রয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়।
ফলে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত আড়াইটা পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আটকা থাকে। এ অবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে আটকা ছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আড়াইটায় আটকাপড়া উদয় এক্সপ্রেস ট্রেনটিতে পাহাড়ি এলাকা থেকে উদ্ধারের পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।