বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জে বাণিজ্যিক ব্যাংকগুলিতে বৈদেশিক রেমিটেন্সের চাপ



39608465_2284612448222870_5701396522243981312_n

 কমলকুঁড়ি রিপোর্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ পর্যায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাণিজ্যিক ব্যাংকগুলিতে বৈদেশিক রেমিটেন্সের চাপ বেড়ে যায়। বৈদেশিক রেমিটেন্সের টাকা উত্তোলণে গ্রাহকদের বিড় লক্ষ্য করা গেছে ব্যাংক শাখাগুলিতে।
সোমবার কমলগঞ্জের কয়েক বাণিজ্যক ব্যাংক শাখায় খোঁজ নিয়ে জানা যায়,গত ১২ আগষ্ট থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহে পূবালী ব্যাংক শমশেরনগর শাখায় শুধু মাত্র বৈদেশিক রেমিটেন্স আসে ১ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৪৮৪ টাকা। পূবালী ব্যাংক আদমপুর শাখায় একই সময়ে বৈদেশিক রেমিটেন্স আসে ৬৬ লাখ ৯২ হাজার ৯০৮ টাকা। ভানুগাছ শাখা পূবালী ব্যাংকে একই সময়ে রেমিটেন্স আসে ৩০ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা। সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় বৈদেশিক রেমিটেন্স আসে ৮০ লাখ টাকা। সোনালী ব্য্যাংক কমলগঞ্জ শাখায় বৈদেশিক রেমিটেন্স আসে ১ কোটি ৭৫ লাখ টাকা। ভানুগাছ বাজার জনতা ব্যাংক শাখায় বৈদেশিক রেমিটেন্স আসে  ২৫ লাখ ৭০ হাজার টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংক শমশেরনগর শাখায় বৈদেশিক রেমিটেন্স আসে ৫০ লাখ টাকা। সব মিলিয়ে কমলগঞ্জের ৭টি বাণিজ্যিক ব্যাংকে এক সপ্তাহে বৈদেশিক রেমিটেন্স আসে ৬ কোটি ৮৭  লাখ ২ হাজার ৯৯২ টাকা।
পূবালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক নুপুর বৈদ্য বলেন, গত এক সপ্তাহে শুধু বৈদেশিক রেমিটেন্সের হিসাবে দেওয়া হয়েছে। তবে গড়ে প্রতিদিন কোটি টাকা করে লেনদেন হয়েছে।