মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ॥ প্রচন্ড খরতাপে জনজীবন বিপর্যস্ত ॥ নানা রোগের আশংকা



কমলকুঁড়ি রিপোর্ট

Untitled-1
গত কয়েকদিন ধরে সৃষ্ট খরতাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পেড়েছে। খরতাপে হিট স্ট্রোকে শমশেরনগর বাজারে ১ মোরগ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শমশেরনগর মোরগ বাজার এলাকায় খরতাপের কারণে আব্দুল মন্নান ওরপে মন্নাই নামের (৫৭) এক ব্যক্তি আকসিব¥কভাবে মাটিতে ঢলে পড়ে মারা যায়। সে শমশেরনগর উত্তর রাধানগর গ্রামের মৃত রমজান আলী ওরপে রঙ্গাইর ছেলে।
গত ১৮ জুলাই বুধবার থেকে  কমলগঞ্জে বাতাস বিহিনভাবে প্রচন্ড খরতাপ বইছে। বাতাস বিহিনভাবে প্রচন্ড খরতাপে শমশেরনগর মাছবাজার সংলগ্ন মোরগ বাজারে মোরগ ব্যবসায়ী আব্দুল মান্নান ওরফে মন্নাই (৫৭) আকস্মিকভাবে মাটিতে ঢলে পড়ে। তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রচন্ড খরতাপের কারণে গত ৩ দিন ধরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কমায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার (২১ জুলাই) থেকে সকালে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গরমের কারণে খেটে খাওয়া মানুষজন বাইরে রোদের মধ্যে কাজ করতে পারছেন না।
বিভিন্ন চা বাগান সূত্রে জানা যায়, প্রচন্ড খরতাপের কারণে চা শ্রমিক বিশেষ করে নারী চা শ্রমিকরা প্লান্টেশন এলাকায় স্বাভাবিকভাবে চা পাতা উত্তোলন করতেও পারছেন না। কাজের মধ্যে অনেক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ছেন। বাসা বাড়িতে বৈদ্যুতিক পাখার বাতাসও গরম অনুভূত হচ্ছে। ফলে বসত ঘর থেকে মানুষজন বাইরে রাস্তার ধারে গাছ তলায় বসে থাকতেও দেখা যায়।
খরতাপের মাঝে মানুষজন একটু স্বস্তির আশায় ব্যাপকহারে ঠান্ডা পানীয় বিশেষ করে বাজারে খোলা ভ্যান গাড়ি থেকে নানা রং মিশ্রিত ও বরফযুক্ত লেবুর শরবত পান করছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: আবু সালেহ মো: সায়েম ও একই হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: যোগিন্দ্র সিংহ বলেন, প্রচন্ড খরতাপে ডায়রিয়াসহ পেটের পীড়ার প্রকোপ দেখা দেবে বেশী করে। চিকিৎসকদ্বয় আরও বলেন, এ খরতাপে হিট স্ট্রোক হয়ে মারা যাওয়ার আশঙ্কাও রয়েছে। এজন্য সবদিক দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।