শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বড়লেখার ১৮ চা বাগানে জমজমাট প্রচারণা,প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন



বড়লেখা প্রতিনিধি:

Barlekha-Tea-pic-1

রোববার চা শ্রমিকদের সরকার অনুমোদিত সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে বড়লেখার ১৮টি চা বাগানে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা সমর্থন আদায়ে রাত-বিরাত ভোটারের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। কোন কোন বাগানে প্রার্থীরা মদের পাট্টা ভাড়া করে মদ বিলিয়ে ভোট কিনে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বড়লেখায় ১৮টি চা বাগানে মোট শ্রমিক ভোটার সংখ্যা ৩ হাজার ৯২৯ জন। কেন্দ্রিয় বিভিন্ন পদ ছাড়াও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১১টি প্রতিনিধি পদের নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে থাকে। উপজেলার রশীদাবাদ, লক্ষীছড়া, দক্ষিণগুল (কেরামতনগর), আল্লাদাদ, সাহবাজপুর ও কুমারশাইল চা বাগানে পঞ্চায়েত কমিটির একক প্যানেল থাকায় এ ৬ চা বাগানে পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচন না হলেও কেন্দ্রিয় পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর ১২টি চা বাগানে কেন্দ্রিয় ও স্থানীয় সবকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত প্যানেল একাধিক থাকায় উপজেলার রহমানিয়া, ছোটলেখা, নিউ সমনবাগ মেইন ডিভিশন, মোকাম, পাথারিয়া, হাফিজ, পাল্লাথল, অহিদাবাদ, কালিকাবাড়ি, আয়শাবাগ, ফতেহবাগ ও বাহাদুরপুর চা বাগানে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পোস্টার-লিফলেটে ঢেকে দেয়া হয়েছে প্রতিটি চা বাগানের অলি-গলি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্ম্দ সুহেল মাহমুদ জানান, ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ১৮টি ভোট কেন্দ্রে চা শ্রমিকরা যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, চা বাগান ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছেন। সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভোট গ্রহণে সকলকে তৎপর থাকতে নির্দেশ দেয়া হয়েছে।