বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মাদকদ্রব্য বিরোধী দিবস পালন



 কমলকুঁড়ি রিপোর্ট

Pic UNO
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার রিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে আদমপুর মৈরা পাইবী সমাজ কল্যাণ সংস্থা অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, শিক্ষক মোশাহীদ আলী, মৈরা পাইবীর সভানেত্রী সৌদামিনী শর্মা প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মাদক মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে। মানুষকে অমানুষে পরিণত করে ফেলে মাদক। তাই মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। সরকার মাদক এর বিরুদ্ধে কঠোর হয়েছে। শুধু আইন দিয়ে তা সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

Pic- S
অন্যদিকে বিকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে মৈরা পাইবী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে
মাদক বিরোধী এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে যোগ দেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। মৈরা পাইবীর সভানেত্রী সৌদামিনী শর্মা মাদককের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। “সৃষ্টির সেরা মানবজাতি, কালো অন্ধকার থেকে মানবজাতিকে রক্ষা করি”। “মাদক মানুষকে নষ্ট করে, জুয়া মানুষকে ভিক্ষারী করে”। মাদককে না বলুন. আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত দেশ গড়ি”।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।