মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রে উদ্ধোধনী দিনেই নিলামে উঠবে প্রায় ১২ কোটি টাকার চা



410

 

কমলকুঁড়ি রিপোর্ট
সব প্রস্তুতি সম্পন্ন। চায়ের অান্তর্জাতিক নিলামের জন্য শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্র এখন প্রস্তুুত। অার মাত্র কয়েক ঘন্টা। বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হবে চা নিলাম। অায়োজক প্রতিষ্ঠান বলছে, প্রথম দিনেই নিলামে উঠবে প্রায় ১২ কোটি টাাকার চা। বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘ দিনের দাবী শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র উদ্ধোধনের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই সাথে বাস্তবায়ন হবে মাননীয় প্রধানমন্ত্রীর চা নিলাম কেন্দ্র স্হাপনের ঘোষনা। ইতোমধ্যে টি প্লান্টার্স, ব্রোকার্স, বায়ারস ও চা সংশ্লিস্টদের অনেকেই শ্রীমঙ্গল এসে পৌছেছেন। শ্রীমঙ্গলের অকশন সেন্টার এখন সরগরম। চলছে শেষ মুহুর্তের প্রস্তুুতি।আগামীকাল সকাল সাড়ে ৮ টায় চা নিলাম কার্যক্রম শুরু করবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর অাল মুস্তাহিদুর রহমান পিএসসি। দুপুর ২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বানিজ্য মন্ত্রনালয়ের দপ্তর থেকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমদ শ্রীমঙ্গলের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের নিলাম কার্যক্রম অানুষ্ঠানিক উদ্ধোধন করবেন বলে জানিয়েছে টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।সন্ধ্যায় স্হানীয় মহসিন অডিটোরিয়ামে অায়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাণিজ্য সচিব শুভাশিস বসু। শ্রীমঙ্গলে অবস্হিত টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব জহর তরফদার জানান, প্রথম দিনে নিলামে উঠবে প্রায় ১২ কোটি টাকার চা।