শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

যানজট মুক্তকরণে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে মতবিনিময় সভা



কমলকুঁড়ি রিপোর্ট

1

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত জনপদ শমশেরনগরকে যানজটমুক্ত করণে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: আশাফুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তাদির হোসেন পিপিএম, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শমশেরনগর বাজারে চারদিক থেকে তীব্র যানজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ আলোকেই বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় যনজট নিরসনে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।