বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কাল বৈশাখী ঝড়ের কারনে দুই দফায় লাউয়াছড়া উদ্যানে উদয়ন ও কালনী ট্রেন আটক ঃ যাত্রী ভোগান্তি চরমে



কমলকুঁড়ি রিপোর্ট

Pic- 1 (6)

ভোর রাতের কাল বৈশাখী ঝড়ের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গাছ পড়ে ও পাহাড় ধ্বসে দুই দফায় ভোর ৪ টায় সিলেট গামী আন্তঃনগর উদয়ন  ও সকাল ১১টায় সিলেট গামী আন্তঃনগর কালনী ট্রেন ২ টি আটকা পড়ে। যার ফলে ট্রেনে ভ্রমনকারী যাত্রীদেরকে  চরম দূর্ভোগ পোহাতে হয়। জানা যায়, সোমবার দিবাগত ভোর রাতে চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়লে ভোর সাড়ে ৪টা থেকে সিলেটের সাতে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় প্রায় সাড়ে ৬ ঘন্টা পর গাছ অপসারন করে ট্রেন যোগাযোগ পুনরায় চালু করা হয়। এদিকে আন্তঃনগর উদয়ন ট্রেনটি চালু করার কিছু সময় পরই জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ৯৩ নং ব্রীজের পাশে মাটিসহ গাছ উপড়ে পড়ে মঙ্গলবার (৮ মে) সকাল ১১টায় ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ঘটনার পর থেকে সিলেটের সাথে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ttt-5af16995829ba-300x171

পুনরায় উদ্ধারকারী ট্রেন এসে রেলপথ পরিস্কার করে আধা ঘন্টা পর আখাউড়া -সিলেট রেলপথে রেল যোগাযোগ পুণস্থাপিত হয়। দুই দফায় পাহাড়ী এলাকায় আকষ্কিক ভাবে ট্রেন আটকা পড়ায় ট্রেনের যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হন। সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জ উপজেলাধীন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মহিউদ্দীন আহমদ ও শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ দুই দফায় ট্রেন আটকা পড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনার পর পরই উদ্ধারকারী ট্রেন এনে উদ্বার কার্যক্রম সম্পন্ন করে পুনরায় যোগাযোগ চালু করা হয়েছে।