বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মহান মে দিবস পালিত



কমলকুঁড়ি রিপোর্ট

20180501_112751

দুনিয়ার মজদুর এক হও এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিএনজি গ্রুপ কর্তৃক আয়োজনে মহান মে দিবস পালিত হয়। সকালে উপজেলা চৌমুহনী থেকে বর্ণাঢ্য রেলী ভানুগাছ বাজার চৌমুহনায় এসে সমাবেশ অনুষ্টিত হয়।

20180501_114749

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ড. উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভায় মেয়র মো. জুয়েল আহমদ, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ বনিক কল্যান সমিতির সাধারন সম্পাদক মো. সানোয়ার হোসেন, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাকের আলী সজিব, উপজেলা শাখা সিএনজি গ্রুপ কমিটির সভাপতি মো. আলমাছ মিয়া, সহসভাপতি মো. কালাম মিয়া, সাধারন সম্পাদক দিলবর মিয়া, ভানুগাছ চৌমুহনার সভাপতি নুর মিয়া, সা: সম্পাদক সেলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯টি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে মহান মে দিবস উপলক্ষে উপজেলার শমশেরনগর চা বাগান নাট মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদের উদ্যোগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক বিরাট চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মনু-দলই ভ্যালির (অঞ্চল) ২৩টি চা বাগানের ২৩টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, চা শ্রমিকবৃন্দ ও চা ছাত্র-যুব পরিষদ, চা শ্রমিক নারী পরিষদের প্রায় পাঁচ সহ¯্রাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। প্রধান বক্তা ছিলেন ৪ নং শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ। সমাবেশে বক্তারা বলেন, এক বছর অতিক্রম করার পরও চা বাগান শ্রমিকদের নতুন মজুরি চুক্তি হচ্ছে না চা বাগান মালিক পক্ষের সাথে। নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান, গ্রুপবীমা, বৈদ্যুতিক সংযোগসহ ২০টি দফা ও অবিলম্বে নতুন মজুরি চুক্তি করে তা বাস্তবায়নের জোর দাবী জানিয়েছেন।
মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি গোপাল নুনিয়ার সভাপতিত্বে এবং চা শ্রমিক নেতা লছমন মাদ্রাজী ও সনৎ কুমার কৈরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদের সহ সভাপতি গায়ত্রী রানী রাজভর, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতি, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী, শমশেরনগর ইউপি সদস্যা নমিতা সিং, ছাত্রনেতা মোহন রবিদাস, সমাজসেবক এম, এ, আহাদ, সিতাংশু রঞ্জন পাল, চা শ্রমিক নারী পরিষদের সভানেত্রী মেরী রাল্ফ, চা শ্রমিক নেতা দেবাশীষ চক্রবর্তী শিপন, শংকর ব্যুনার্জী, শিউ নারায়ণ শীল, নৃপেন্দ্র বাউরী, গণেশ পাত্র, দেওনারায়ণ পাশি, রামযতন কৈরী, নিরঞ্জন তন্তবাই, উমাশংকর গোয়ালা, রবি বাউরী, নারদ পাশি, রাখাল গোয়ালা, শিবলাল কৈরী প্রমুখ।
সমাবেশে বক্তারা কর্মক্ষেত্রে নারী চা শ্রমিকদের নিরাপত্তা, আশ্রয় কেন্দ্র স্থাপন, দৈনিক মজুরী ২৩০টাকায় উন্নীত করা, চা শ্রমিকদের গ্রুপ বীমা, গ্রেজ্যুয়েটি প্রদান, শ্রমিক ঘরে  মাটির দেয়ালের কাজের টাকা প্রদান,চা শ্রমিক ঘরে বৈদ্যুতিক সংযোগ স্থাপনসহ মোট ২০টি দাবি তুলে ধরা হয়। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করারও জোর দাবি জানানো হয়। যেহেতু চা শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কয়েক মাস আগে সেহেতু অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে। চা শ্রমিকরা মনে করেন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলে নির্বাচিত প্রতিনিধিদের সাথে সরকার ও চা বাগান মালিক পক্ষের ত্রিপক্ষীয় সভায় মজুরি বৃদ্ধসহ এসব যৌক্তিক দাবি পূরণে কার্জকর ব্যবস্থা গ্রহন করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ট্রা, বাস, মোটর সাইকেল ও ট্রাক্টর যোগে কমলগঞ্জ উপজেলার ২১টি ও কুলাউড়া উপজেলার ২টি চা বাগান থেকে নারী-পুরষ চা শ্রমিকরা এসে সমাবেশ স্থলে জমায়েত হয়। সকাল ১১টায় মে দিবস উপলক্ষে এক বিরাট র‌্যালী বের হয়। র‌্যালীটি শমশেরনগর বাজার প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১২টায়  বাংলাদেশ চা শ্রমকি ইউনিয়নের মনু-ধলই ভ্যালি কার্যকরী কমিটির আয়োজনে এক বিরাট চা শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সিপিবি কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৃর্তিঙ্গা চা বাগানে মঙ্গলবার (১ মে) বিকাল ৪টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বাগানের চা শ্রমিক দীপন উরাং-এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি কমলগঞ্জ শাখার সভাপতি আহমেদ সিরাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক দীপঙ্কর উরাং। সমাবেশ সপিবির উদ্যোগে চা বাগান শ্রমিক ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি গঠন করা যায়। মিঠুন উরাংকে আহ্বায়ক ও বিশ্বজীৎ উরাং এবং সুবানী উরাংকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট চা বাগান শ্রমিক ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।