শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রাষ্ট্রপতির শপথ গ্রহণ করে রেকর্ড গড়লেন আবদুল হামিদ



কমলকুঁড়ি ডেস্ক

1524579633

টানা দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মত মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে নতুন এক ইতিহাস গ্রহণ করলেন। আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে আবদুল হামিদকে বঙ্গভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির শপথ পড়ান। এসময় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবিধানের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতি হওয়া যায়। সেদিক থেকে আবদুল হামিদের এটাই শেষ মেয়াদ। আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলন আর এবার ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে দ্বিতীয়বারের মত দায়িত্ব নিলেন। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। আর তারপরে সকলেই কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে থাকেন। আবদুল হামিদ ২০০৯ সালে গঠিত নবম সংসদেও স্পিকারের দায়িত্বপালন করেন। স্পীকারের দায়িত্ব নেয়ার পর তিনি স্বভাবসুলভ হাস্যরস আর দক্ষতার কারণে সংসদ পরিচালনার জন্য সকলের কাছে অনেক জনপ্রিয়তা পায়।