শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে নির্যাতিত কলেজ ছাত্রীকে দীপাকে সাহস যোগালেন ইউএনও, ওসি, ও জনপ্রতিনিধিরা



কমলকুঁড়ি রিপোর্ট

666

মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটেদের হাতে নির্যাতিত আহত মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্সে অধ্যয়নত ছাত্রী, পিতা, ভাই-বোনহীন দিপা চন্দকে সাহস যোগাতে গ্রামের বাড়িতে ছুটে যান কমলগঞ্জের ইউএনও, থানার ওসি, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান। গত সোমবার সন্ধ্যায় কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে আহত দীপাকে সাহস যোগাতে ছুটে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। এ সময় কলেজ ছাত্রী দীপার শারিরিক অবস্থায় খোজ খবর নেন তারা।
কলেজ থেকে বাড়ি ফেরার পথে চলন্ত সিএনজি অটোরিক্সায় বখাটেদের শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে নিজের মান সম্মান বাচাঁতে সিএনজি হতে লাফ দিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে আসে গ্রামের বাড়িতে। দুই বখাটের কারণে আজ সে হতাশ ও ভয়ে কম্পিত। জীবনটা বিভীষিকা মনে হচ্ছে তার কাছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক মেয়েটিকে বলেন, তোমার কোন ভয় নেই, তোমার পাশে আমরা সবাই আছি। দোষীরা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। কোন আপাষ নেই অন্যায়ের সাথে। সে দিনের ঘটনা মনে করবে জীবনে বিচ্ছিন্ন একটা ঘটনা। এ সময় ছাত্রী দীপার চোখ দিয়ে জল পড়ছিল। অভিভাবকরাও খুশি প্রশাসনের ভূমিকায়। মেয়েটির চিকিৎসার জন্য কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জ প্রেসকাব আহবায়ক মো: জুয়েল আহমেদ নগদ ৫ হাজার টাকা আথির্ক অনুদান প্রদান করেন।