শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

গুড নেইবারস এর ব্যতিক্রমধর্মী আয়োজন



কমলকুঁড়ি রিপোর্ট

01

আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়নমুলক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সি,ডি,পি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ মার্চ বৃহস্পতিবার  শিক্ষার্থীদের নিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ  এ, কে বাংলা স্কুল মাঠে  আয়োজন করে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “আমি হতে চাই”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সি,ডি,পির প্রকল্প ব্যবস্থাপক  রিমো রনি হালদার। গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সি,ডি,পির এডুকেশন/প্রটাকশন অফিসার জনাব মরনিংটন মৃর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট নাট্যকার শুভাশিস সিনহা।

বিশেষ অথিতিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাব্বির এলাহী,গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সি,ডি,পির এডমিন জনাব মিল্টন মজুমদার, এ,কে বাংলা স্কুলের শিক্ষক সুব্রত দাস,ডাঃ শ্রীনিবাস দেবনাথ।জনাব রিমো রনি হালদারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।উপস্থিত শিশুরা বড় হয়ে তারা কে কি হতে চায় তা একটি কাগজে লিখে এবং ছবি এঁকে নিয়ে আসে।বক্তারা তাদের বক্তব্যে উপস্থিত শিশুদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন। শিশুদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হবার তাগিদ দেন।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা,কবিতা আবৃত্তির কথা বলেন।বক্তারা আরো বলেন,তোমরা বড় হয়ে কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার,কেউ শিক্ষক,কেউ পাইলট হতে চাও। এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলা বাস্তবায়নে লেখাপড়ার বিকল্প নেই।লেখাপড়া ব্যতীত পরিকল্পনাগুলা বাস্তবায়ন করা সম্ভব নয়।তাই সবাইকে ভালভাবে লেখাপড়া করতে হবে।পরিশেষে জনাব মরনিংটন মৃ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুস্ঠান সমাপ্ত ঘোষণা করেন।