বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা শুরু



 কমলকুঁড়ি রিপোর্ট

210000

ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুরে ১২তম বার্ষিকী শতভূজা (১০০ হাত বিশিষ্ট) শ্রী শ্রী বাসন্তী পূজা আজ শুক্রবার ২৩ মার্চ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে।  শুক্রবার থেকে দেবীপুর সার্বজনীন দেবালয়ে এ পূজা শুরু হয়ে চারদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত ।
মহাষষ্ঠীর দিন শুক্রবার দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচি শুরু হয়। অনুষ্ঠানসূচির মধ্যে আরো আছে পালা কীর্ত্তন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রামায়ণ কীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি। পূজা উপলে দেবালয় প্রাঙ্গনে একটি বিরাট মেলাও বসছে।
দেবীপুর সার্বজনীন দেবালয়ের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, সিলেট বিভাগের মধ্যে এখানেই শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা করা হয়। প্রতি বছরই এখানে দেশ-বিদেশের লাখো লোকের ঢল নামে।