শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও সংস্থার অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালন



কমলকুঁড়ি রিপোর্ট

Pic- UNO

Pic- Brac
“সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহষ্পতিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন শেষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

Pic- Suchona

Pic- Suchona-1
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে ও নারী নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম এর সঞ্চালনায় আলোচান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামসুদ্দীন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেন, সূচনা প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো: কামরুল ইসলাম, শামীমা বেগম প্রমুখ।

Pic-Clinik

Pic-Porandhor
নারী দিবসে ব্র্যাক-শেভরন পরিচালিত ব্র্যাক-এর সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় জীবিকা প্রকল্প, সূচনা প্রকল্প, পরানধর মহিলা উন্নয়ন ফাউন্ডেশন, সূর্যের হাসি কিনিক ও মৌরা পাইবী  মহিলা সমাজ কল্যাণ সংস্থা মানববন্ধনে অংশগ্রহণ করে। উন্নয়ন মেলায় ৫টি ষ্টল বসে।
সময় এখন নারীর: উন্নয়নে তারা; বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম জীবনধারা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ব্র্যাক, শেভরন, আইডিয়াসহ সমমনা সকল সরকারী ও বেসরকারী সংগঠনের উদ্যোগে গত ৮ মার্চ কমলগঞ্জ উপজেলা কার্যালয়ে মানববন্ধন, নারী উন্নয়ন মেলা, নারী সমাবেশ এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
উল্লেখ্য, ব্র্যাক-শেভরন যৌথ উদ্যোগে এবং সহযোগী সংস্থা আইডিয়া’র বাস্তাবায়নে অক্টোবর ২০১৫ হতে বৃহত্তর সিলেট অঞ্চলের ১১২টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ২০,০০০ দরিদ্র্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জীবিকা প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীবিকা প্রকল্পের অন্যতম লক্ষ্য হল নারীর উন্নয়ন, অংশগ্রহন ও ক্ষমতায়ন। জীবিকা প্রকল্পের অধীনে ভিডিওগুলোতে মোট সদস্যে ৮০ শতাংশ নারী এবং ভিডিও (গ্রাম উন্নয়ন সংগঠন)-এর পরিচালানা পর্ষদের মোট সদস্যে ৬০ শতাংশ নারী রয়েছে। প্রকল্পের অধীনে ইতোমধ্যেই ১০৫৭ জন নারী ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি প্রশিক্ষণ পরবর্তীতে তারা ব্যবসার সাথে যুক্ত হচ্ছে। বিশেষ করে কমলগঞ্জ উপজেলায় মোট ১১ টি গ্রাম উন্নয়ন সংগঠন রয়েছে যাহার অধিকাংশ সদস্যই নারী । এ সকল নারীরা আয় বর্ধক মুলক কাজের সাথে সর্ম্পক্ত হয়েছে এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা উন্নয়নে জোরালো অবদান রাখছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক-শেভরন জীবিকা প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট-সোশাল এন্ড ইনষ্টিটিউশনাল ডেভেলপমেন্ট অরিন্দম বালা, কর্মসূচী সংগঠক মোঃ আসাদুল হক এবং রুমা খাতুন ।

কমলগঞ্জ সূচনা প্রকল্পের উদ্যাগে উপজেলা প্রশাসনের সাথে অংশগ্রহণ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী প্রিয়াল মুৎসুদ্দী, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ কামরুল ইসলাম, গর্ভনেন্স অফিসার সাইকা উম্মাসী, ইউনিয়ন কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সামাদ মোয়াজ্জেম হোসেন ও মাঠ পর্যায়ের কর্মীসহ ১৪০ জন কিশোরী সদস্য।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরানধর মহিলা উন্নয়ন ফাউন্ডেনের ষ্টল। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ কিশোরীবৃন্দ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে অংশগ্রহণ করেন মানববন্ধনে যোগ দেয় কমগঞ্জ সূর্যের হাসি ক্লিনিক। এসময় উপজেলা প্রশাসন সহ ক্লিনিকের ব্যবস্থাপক নিশি কান্ত দেব।