শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের দেবীপুরে শতভূজা বাসন্তী পূজা ও মেলা চলছে



কমলকুঁড়ি রিপোর্ট

04

ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনী দেবালয় প্রাঙ্গনে শতভূজা (১০০ হাতবিশিষ্ট) ১২ তম বার্ষিক শ্রী শ্রী বাসন্তী পূজা ও মেলা চলছে। চারদিন ব্যাপী এই অনুষ্ঠান আগামী ২৬ মার্চ সমাপ্ত হবে। শনিবার মহাসপ্তমীর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্তবৃন্দেও সমাগম ঘটে। দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ মহাঅষ্টমী ও মহানবমী তিথিতে পদাবলী কীর্ত্তন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি অনুষ্ঠিত হবে।
দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি মধুসূদন পাল ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, সিলেট বিভাগের মধ্যে এখানেই শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা করা হয়। প্রতি বছরই এখানে দেশ-বিদেশের হাজারো লোকের ঢল নামে।