শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে বিজিবি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন



 কমলকুঁড়ি রিপোর্ট

0
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের তত্বাবধানে এবং ৪৬ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় ও বিজিবি সরাইল রিজিয়নের নির্দেশনায় ২৮জানুয়ারি থেকে শুরু হওয়া ৫দিনব্যাপী এ্যাথলেকিক্স প্রতিযোগিতা-২০১৮ সম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হাছান, এনডিসি, পিএসসি উত্তর -পূর্ব রিজিয়ন। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও অধিনায়ক ৪৬ বিজিবির গার্ড ব্যাটালিয়ন এবং সেক্টর এর অন্যান্য অফিসারবৃন্দ। প্রতিযোগিতায় মোট পাঁচটি দল তথা দক্ষিণ -পশ্চিম রিজিয়ন যশোর, উত্তর-পশ্চিম রিজিয়ন,  রংপুর,  দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্রগ্রাম, উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল এবং এ্যাডহক রামু রিজিয়ন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রংপুর রিজিয়ন ৮টি স্বর্ণ,  ৮টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং সরাইল রিজিয়ন ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য  ও ৮টি তাম্র পদক পেয়ে রানারাপ হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের অবৈঃ ল্যাঃ না খন্দকার কিবরিয়া শ্রেষ্ঠ প্রবীন এবং রংপুর রিজিয়নের সিপাহী রাজিব বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করে।