শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে বইমেলা



20180221_172058

কমলকুঁড়ি রিপোর্ট 

কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে ৪র্থ বারের মত সারাদিন ব্যাপি শমশেরনগর বইমেলা-২০১৮ উদযাাপিত হয়েছে। আহবায়ক অধ্যক্ষ বাবুল মোর্শেদের দিকনির্দেশনায় এবং প্রভাষক শাহজাহান মানিকের সঞ্চালনায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শত শত উৎসুক বইপ্রেমী পাঠকের পদচারনায় মখরিত ছিল বইমেলা। বইমেলাতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবি সেলু বাছিত। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কবি মাহফুজুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রিজওয়ানা ইয়াছমিন সুমি।

20180221_174104

এবারের বইমেলা বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষক মরহুম মোঃ বেলায়েত আলীকে উৎসর্গ করা হয়। সারাদিন ব্যাপি বইমেলায় কবি আবৃত্তি, দেশাত্মকবোধক গান, মৌলভীবাজার উদীচি শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সিলেটের লোকজ সংস্কৃতির আলোকে গীতিনাট্য পরিচেশিত হয়। মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরণের বই বিক্রি হয়। এবারের বইমেলায় শওকত জুয়েলের ধুলোমলিন পান্ডুলিপি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। বইমেলায় শমশেরনগর সাহিত্যাঙ্গন কর্তৃক প্রবর্তীত ‘শমশেরনগর পদক-২০১৮’ এবছর যারা পদক পান সাহিত্যে সৈয়দ নিয়ামত আলী (মরণোত্তর), শিক্ষাক্ষেত্রে মহরম আলী (মরণোত্তর), ক্রীড়াক্ষেত্রে মোঃ আব্দুল ওয়াহিদ (ছিদ্দিক মোল্লা), (মরণোত্তর), সংস্কৃতিতে (নাটক) নগেন্দ্র মোহন দত্ত (মরণোত্তর) এবং বিশেষ সম্মাননায় মাহফুজুর রহমান।