বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই চা-শ্রমিকদের



 লাবণ্য লিপি

21তখন পড়ন্তবেলা। বাগানের কাজ শেষ করে পাশের পাহাড়ের কোলঘেঁষা ছড়ায় সৃষ্ট খালে স্নান করতে এসেছিল কিশোরী মিনতি কৈরি। স্নান করতে নেমেছিলেন আরও দুজন নারী। পাশে হাঁড়িপাতিল মাজাঘষা করছিলেন অন্য এক নারী। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যে পানিতে তারা স্নান করছেন সেই পানিতেই তারা তাদের নিত্যপ্রয়োজনীর ধোওয়া-মোছাও করে থাকেন। তবে খাওয়ার পানি তারা এখান থেকে নেন না। খাওয়ার পানি সাধারণত টিউবওয়েল থেকে সংগ্রহ করেন। নিজেদের বাড়ির আঙিনায় টিউবওয়েল না থাকলে অন্য কারো টিউবওয়েল থেকে পানি নিয়ে আসেন। কিন্তু শুধু খাওয়ার পানি নিরাপদ হলেই হবে না। খাবারের জন্য ব্যবহৃত বাসনকোসনও নিরাপদ পানিতে পরিষ্কার করা উচিত এটা জানেন? উত্তরে মিনতি বলেন, আমরা সব সময় এই পানিতেই বাসন মাজি। কিচ্ছু হয় না! শুধু খাওয়ার পানিই নয়, স্বাস্থ্যকর স্যানিটেশন সম্পর্কেও তাদের পরিষ্কার ধারণা নেই। শ্রীমঙ্গলের বেশিরভাগ বাগান ঘুরে দেখা গেছে, সেখানে টয়লেটের ব্যবস্থা থাকলেও সেটা শ্রমিকদের চাহিদার তুলনায় অপ্রতুল এবং স্বাস্থ্যকর নয়। পাঁচ-ছয় বছর আগেও চা-বাগনের লেবার লাইনে বসবাসরত শ্রমিকদের জন্য স্যানিটেশনব্যবস্থা ছিল না। দিনের বেলা তারা বাগানের নম্বর টয়লেট ব্যবহার করলেও রাতের অন্ধকারে তারা সাধারণত খোলা জায়গায়ই প্রাকৃতিক কাজ সারেন বলে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। কথা হয় ভুরভুরিয়া চা-বাগানের চম্পা হাজরার সঙ্গে। টয়লেট আছে কিনা জানতে চাইলে পলিথিনে মোড়া ছোট একটা ঘেরটোপ দেখিয়ে দেন। ওটাই তাদের টয়লেট। তিনি আরও জানান, ‘পাকা পায়খানা আমরা কনে পাব? দু-তিন বছর আগে কোম্পানির লোক এসে আমাদের কাছ থেকে ৮৫০ টাকা করে নিয়ে গেছিল পাকা পায়খানা বানিয়ে দেবে বলে। তারপর এসে সিমেন্টের একটা করে কমোড দিয়ে গেছে। কিন্তু পাকা পায়খানা বানিয়ে নেব ক্যামনে। আমাদের কি টাকা আছে? আমরা গরিব মানুষ। আমাদের এই পায়খানায়ই চলে যায়। শিশুরাও কি এই পায়খানাই ব্যবহার করে? উত্তর এলো, ‘বাচ্চাদের আর শরম কী! ওরা বাইরে যে কোনো জায়গায়ই করতে পারে। না পারলে এইখানেই যায়!’

বাগানের লেবার লাইনের বাসস্থান ঘুরে দেখা গেছে, কিছু বড় বাগান কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের জন্য লেবার লাইনে স্যানেটারি ল্যাট্রিন তৈরি করে দিলেও বেশিরভাগ বাসায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থা নেই। বাঁশ বা গাছের ডালের তৈরি কাঠামোয় ছালা-চট অথবা পলিথিন দিয়ে ঘেরা টয়লেটই তারা ব্যবহার করেন। পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থাও সেখানে নেই। শুধু তাই নয়, বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থাও সব লেবার লাইনে নেই। এলাকার সব বাগানের পাশ দিয়েই বয়ে গেছে কোনো না কোনো ছড়া। এসব ছড়ার নামানুসারে এখানকার বেশিরভাগ বাগানের নামকরণ করা হয়েছে। যেমনÑ জাগছড়া, খাইছড়া, খেজুড়িছড়া, আমরাইলছড়া, ফঁসিকুড়িছড়া, হরিণছড়া, উদনাছড়া, বরমাছড়া, লাখাইছড়া, কামাসুইছড়া ইত্যাদি। বলতে গেলে এসব ছড়াই তাদের পানির প্রধান উৎস। চা-বাগানের শ্রমিকরা এসব ছড়ার পানিতেই তাদের গোসল, কাপড় ধোওয়া ও বাসন ধোওয়ার কাজ করেন। তবে খাওয়ার পানির জন্য সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রমিকদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় সে পানি তারা শুধু খাওয়ার পানি হিসেবেই ব্যবহার করেন। টয়লেট ব্যবহারের পর এবং খাবার আগে সাবান দিয়ে হাত ধোওয়া হয় কিনা জানতে চাইলে কিশোরী গৌরী হাজরা হাসতে হাসতে গড়িয়ে পড়েন পাশের নারীর গায়ে। যেন তারা খুব মজার কথা শুনেছেন। তারপর হাসতে হাসতে কটাক্ষ করেন, ‘সাবান দিয়ে হাত ধুইতাম? সাবান তুমি দিয়ে যাবানি!’ টয়লেট ব্যবহারের পর হাত ধোওয়ার অপরিহার্যতা সম্পর্কে তাদের ন্যূনতম ধারণাও নেই! অভাব, অসচেতনতা এবং সর্বোপরি পানির সহজলভ্যতা এর কারণ বলেই মনে হলো তাদের সঙ্গে কথা বলে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক ডা. মো. আকতারুজ্জামান বলেন, দূষিত পানি ও অস্বাস্থ্যকর স্যানিটেশন শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, জন্ডিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে শিশুরা। দূষিত পানি ও দূষিত পানি দ্বারা তৈরি খাবার, পানীয় পান করলে শিশু, কিশোরীসহ যে কেউ হেপাটাইটিস ‘এ’ ও হেপাটাইটিপ ‘বি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এতে লিভারে মারাত্মক তি হওয়ার আশঙ্কা থাকে। দূষিত পানি ছাড়াও ঘনবসতিপূর্ণ এলাকাতেও এ রোগের ভাইরাস ছড়ায়। দূষিত পানি দীর্ঘদিন পান করতে থাকলে কিডনি, আলসার, অ্যাজমা এমনকি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হতে পারে শিশুরা। এ ছাড়া যেসব এলাকায় স্বাস্থ্যকর স্যানিটেশনব্যবস্থা নেই, সেসব এলাকার শিশুদের কৃমি ও হেপাটাইটিসে আক্রান্ত হওয়ারও আশঙ্কা থাকে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা আছে এমন এলাকার স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন বা স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার, ল্যাটিন ব্যবহারের আগে ও পরে হাত পরিষ্কার করা এবং জুতা পরে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। বিশুদ্ধ খাওয়ার পানির সংকট থাকলে পানি টগবগে করে ফুটিয়ে নিতে হবে। ফুটানোর ব্যবস্থা না থাকলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ওই এলাকাগুলোয় সরবরাহ করা যেতে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পল্লী অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তফা বলেন, আমরা বাংলাদেশের সব জেলা ও উপজেলাতেই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। আমরা সিলেটের চা-বাগান এবং এর আশপাশের এলাকাগুলোয় বেশ কিছু টিউবওয়েল ও রিংওয়েল করেছি। এগুলো থেকে এলাকাবাসী বেশ ভালো মানের বিশুদ্ধ পানি পাচ্ছে। এ ছাড়া ওই অঞ্চলের অন্য যেসব এলাকায় এখনো বিশুদ্ধ পানি সংকট রয়েছে, আমরা পর্যায়ক্রমে সেসব এলাকাতেও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচ) সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুন মেয়াদে ‘চা-বাগান কর্মীদের জন্য নিরাপদ খাওয়ার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ ও পরিবেশগত স্যানিটেশনব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে চা-বাগানের কর্মীদের জীবনযাত্রার মানের উন্নয়ন করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

আমাদের সময় থেকে সংগ্রহ