বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে চা শ্রমিক নিহত



কমলকুঁড়ি রিপোর্ট

10
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকের হাতে অপর চা শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ৭টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে।
স্থানীয় জানা যায়,  রোববার পৌষ সংক্রান্তি উপলক্ষে চা শ্রমকি বসতিগুলো পূজা র্অচনা হয়। প্রতিটি বাড়িতেই নানা ধরনের পিঠার আয়োজন করা হয়। অনকে চা শ্রমকি আবার নেশাগ্রস্ত হয়ে পড়ে। এমনিভাবে দেওরাছড়া  চা বাগানের বাজার লাইন এলাকার মৃত গঞ্জু উড়াং-এর ছেলে চা শ্রমকি মানিক লাল উড়াং (২৫)-এর ঘরে তার সাথী একই এলাকার মৃত তীর মুড় উড়াং-এর ছেলে চা শ্রমকি বাবুল উড়াং (২৪) এসে দুজনই নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটি হয়। নেশাগ্রস্থ অবস্থায় মানকি লাল উড়াং আর বাবুল উড়াং ধারালো দা দিয়ে একে অপরকে কুপাতে থাকে। কুপাকুপিতে উভয়ই আহত হন। পরে স্থানীয়রা তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মানিক লাল উরাং নিহত হন। বাবুল উরাং আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাতে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  স্থানীয় ইউপি সদস্য সিতাংশু কর্মকার জানান কোন কারণে একে অন্যকে কুপাতে থাকে তা বলা যাচ্ছে না। রাত ১০:২৫ মিনিটে কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন ঘটনার ১জন নিহত আর অপর জন আহত বিষয়টি কমলকুঁড়িকে নিশ্চিত করেন।