মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মিরতিংগা চা- বাগানে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত



2017-12-17--08_17_53

মানিক পাল: মিরতিংগা থেকে জানান:

কমলগঞ্জ উপজেলার সব চা- বাগানে মহা ধুমধামে উদযাপন করা হচ্ছে স্বাধীন দেশের ৪৬ তম বিজয় উৎসব।কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা- বাগানে কোম্পানির অফিস সহ ১৫ টি ভ্যানুতে উদযাপিত হয় বিজয় দিবসের অনুষ্টান। সকাল বেলা প্রথমে চা- বাগানের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ চা- বাগান শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতির মানিক প্রসাদ পালের সঞ্চালনায় মিরতিংগা চা- ছাত্র যুব পরিষদের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসয় উপস্থিত ছিলেন মিরতিংগা চা- বাগানের পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক সুনারাইন কুর্মী,গঙ্গাসাগর পাল, হরেন্দ্র মাল, পন্ডিত গঙ্গা প্রসাদ উপাধ্যায়। অনুষ্টানে অতিথিরা মুক্তিযোদ্ধর বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বিজয় র্যালি নিয়ে বাগানের অফিসে ও পরে মিরতিংগা চা- বাগানের মুক্তিযোদ্ধা কবরে বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাতীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় মিরতিংগা চা বাগানের সহকারি ব্যাবস্থাপক প্রদ্বীপ কুমার বর্মা সহ বাগানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মিরতিংগা চা- বাগানের ক্রীয়া সংগঠক মাসুদ আলী তার বক্তব্যর মাধ্যম অত্র চা- বাগানের নবনির্মিত মুক্তিযোদ্ধা কবরস্থানেরর সামনে মুক্তিযোদ্ধা চত্তর স্থাপন ও সংরক্ষনের জন্য বাগান কর্তৃপক্ষের কাছে দাবী উপস্থাপন করেন।
এই বিজয়ের আনন্দ ভাগাভাগি করার জন্য বাগান মালিকের পক্ষ থেকে দিন ব্যাপি বাঘমারা মাঠে ক্রীয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত ক্রীয়া প্রতিযোগিতা পরিদর্শন করেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক  পিন্টু দেবনাথ। বিকালবেলা পুরুস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাগানের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।