শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারে বিনামূল্যে চক্ষু শিবির



কমলকুঁড়ি রিপোর্ট

2017-12-18--19_51_54

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সোমবার ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর আড়াই টায় পর্যন্ত ‘বি.এন.এস.বি’ মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৮শত রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে ও মনসুর খানের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী তরিকুর রশীদ চৌধুরী শওকত, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ছাদিয়া খানম, ডা. মোজাহের আলী, আনোয়ার খান, হাজী সুলেমান আহমদ, আবুল বশর জিল্লুল, মাহিদুল ইসলাম, আব্দুল মোমিন, জুয়েল আহমদ, শাকের হোসেন জয় প্রমুখ।

উল্লেখ্য, ৮শত রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৫০জন ছানিপড়া রোগির অপরেশনের ব্যবস্থা করা হবে।