বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট :

20171218_155124

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (গ.প্র.প্র.) ড. মো: আব্দুল হাকিম।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, আলোচনা সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউপি সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ তথ্য কমিশন (গ.প্র.প্র) এর পরিচালক ড. মো. আব্দুল হাকিম বলেন, স্বচ্ছতা, জবাবাদিহিতা ও দুর্ণীতিমুক্ত সমাজ গঠনে তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ১৯২৩ সালের দাপ্তরিক গোপনীয়তা আইন ছিল। ফলে তথ্য পেতে ভোগান্তির শিকার হতো। বর্তমানে ২০০৯ সালের ১লা জুলাই থেকে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ায় এখন জনগণ সকল বিষয় জানার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই দেশের মালিক হিসাবে জনগণতে জানতে ও বুঝতে হবে।