শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সোমবার কমলগঞ্জে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী ৩য় মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান



কমলকুঁড়ি রিপোর্ট

84
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী ৩য় মেধা বৃত্তি পরীক্ষার ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর সোমবার বিকাল ৩টায় কমলগঞ্জ পৌরসভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনর জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল  আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও প্রাবন্ধিক আহমদ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের  উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুন নুর মাষ্টার। অনুষ্ঠানে যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর  রহমান মিস্টার এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।
আব্দুন নূর-নুরজাহান চৌধুরী ৩য় মেধা বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণিতে মোট ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে- ৪র্থ শ্রেণিতে- সাহিদা রহমান চৌধুরী (মেধাবৃত্তি ১ম স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, তাজদীদ ইসলাম রোহান (মেধাবৃত্তি ২য় স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, খাদিজা চৌধুরী তিশা (মেধাবৃত্তি ৩য় স্থান)  শহীদনগর আদর্শ বিদ্যা নিকেতন, রাজন আহমদ (মেধাবৃত্তি ৪র্থ স্থান) সাজেদা বারী কিড্স কিন্ডার গার্টেন এন্ড ক্যাডেট হাই স্কুল, আদিবা রাশদ রিয়া (মেধাবৃত্তি ৫ম স্থান) সাজেদা বারী কিড্স কিন্ডার গার্টেন এন্ড ক্যাডেট হাই স্কুল, মিথিলা দেব মিথি (মেধাবৃত্তি ৬ষ্ঠ স্থান) বিএএফ শাহীন কলেজ, ফাতেমা মীম তুলি (মেধাবৃত্তি ৭ম স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, নাজবিন নাহার হৃদি (মেধাবৃত্তি ৮ম স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, নূহা চৌধুরী (মেধাবৃত্তি ৯ম স্থান) দর্গাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোস্তফা স্বাধীন (মেধাবৃত্তি ১০ম স্থান) শহীদনগর আদর্শ বিদ্যা নিকেতন।
৫ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তাছপিয়া আক্তার (মেধাবৃত্তি ১ম স্থান) বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রীতি রানী নাথ (মেধাবৃত্তি ২য় স্থান) বিএএফ শাহীন কলেজ, মাহবুবুর রহমান (মেধাবৃত্তি ৩য় স্থান) আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল, যারীন তাসনিম (মেধাবৃত্তি ৪র্থ স্থান) বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্থ সারথী পাল (মেধাবৃত্তি ৫ম স্থান) শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানজিদা আফরোজ সুমা (মেধাবৃত্তি ৬ষ্ঠ স্থান) কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছা: সোনিয়া আক্তার (মেধাবৃত্তি ৭ম স্থান) বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহফুজুুর রহমান (মেধাবৃত্তি ৮ম স্থান) আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল, আশরাফুল ইসলাম চৌধুরী শুভ (মেধাবৃত্তি ৯ম স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্ণব কান্তি মল্লিক (মেধাবৃত্তি ১০ম স্থান) বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মিনহাজুল ইসলাম (মেধাবৃত্তি ১ম স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, আজমাঈন ফায়েক রাহমান (মেধাবৃত্তি ২য় স্থান) বিএএফ শাহীন কলেজ, সাগর মালাকার (মেধাবৃত্তি ৩য় স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, তানজীম আহমদ তরপদার (মেধাবৃত্তি ৪র্থ স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সামিয়া ফেরদৌস প্রমা (মেধাবৃত্তি ৫ম স্থান) বিএএফ শাহীন কলেজ, আল আরাফ্ তরপদার (মেধাবৃত্তি ৬ষ্ঠ স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, এ্যানী রানী দাশ (মেধাবৃত্তি ৭ম স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, মো: ছালা উদ্দিন (মেধাবৃত্তি ৮ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়,  জাকির হোসেন লিমন (মেধাবৃত্তি ৯ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়, সুমাইয়া রহমান (মেধাবৃত্তি ১০ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়।